Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ এপ্রিল ২০২৪

পরিচালনা পর্ষদ

বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর এর গভর্নিং বডি নিম্নোক্ত সদস্য/প্রতিনিধি সমন্বয়ে গঠন করা হলো:

কমিটির গঠন (জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে)

১. সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, ঢাকা সভাপতি
২. অতিরিক্ত সচিব (প্রশাসন), নৌপরিবহন মন্ত্রণালয় ঢাকা সদস্য
৩. বিভাগীয় কমিশনার/প্রতিনিধি সদস্য
৪. চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ এর প্রতিনিধি সদস্য
৫. মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা সদস্য
৬. ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম সদস্য
৭. যুগ্নসচিব, অর্থ মন্ত্রণালয় সদস্য
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপযুক্ত প্রতিনিধি (অধ্যাপকের নিচে নয়) সদস্য
৯. সভাপতি, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি সদস্য
১০. সভাপতি, বাংলাদেশ শিপিং ম্যানিং এজেন্ট এসোসিয়েশন সদস্য
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি সদস্য
১২. কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর  সদস্য সচিব

কমিটির কার্যপরিধি:

১. মেরিন একাডেমিকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান।
২. একাডেমিক আর্থিক বিষয়সমূহ পর্যালাচনা
৩. প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণার্থীদের সার্বিক মূল্যয়ন
৪. শিক্ষা ও প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন
2023-10-31-06-10-3ee8a5efef4669098e6f26a7795bafc8.pdf