Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০২৪

কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর

ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার, (ট্যাজ), বিসিজিএম, পিএসসি, বিএন

কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর

ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার, (ট্যাজ), বিসিজিএম, পিএসসি, বিএন, ১ জুলাই, ১৯৯৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন। কর্মকর্তা চাকুরী জীবন কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক কর্মকাণ্ডে অনন্যভাবে মিশ্রিত। তিনি বাংলাদেশ নৌবাহিনী, এসএসএফ ও বাংলাদেশ কোস্টগার্ডে গুরুত্বপূর্ণ পদে বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার দীর্ঘ ২৮ বছর চাকুরী জীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিবিধ জাহাজ কমান্ডসহ ফ্লীট কমান্ডার (পূর্ব জোন) এর স্টাফ অফিসার (ওএসটিজি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, নবীন নাবিকদের বুনিয়াদি প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠান নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের ফ্রিগেট বিসিজিএস তাজ উদ্দিন এর অধিনায়ক ও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার হিসেবে বিশেষ সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার দেশ ও বিদেশে বিবিধ পেশাদারী কোর্সে অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখ্য, তিনি বাংলাদেশ নেভাল একাডেমি হতে জুনিয়র স্টাফ কোর্স (জেএসসি), বানৌজা ইশা খান হতে  বিশেষায়িত কোর্স; টর্পেডো এন্টি সাবমেরিন (ট্যাজ) কোর্স সম্পন্ন করেন। তিনি মিরপুর কমান্ড এন্ড স্টাফ কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস হতে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও তিনি তুরস্ক, মালয়েশিয়া ও ফিলিপাইন এ বিবিধ পেশাদারি কোর্স সম্পন্ন করেন। কর্মকর্তা চাকুরী জীবনে কঙ্গো ও দক্ষিণ সুদানে শান্তি রক্ষী বাহিনীতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনে দক্ষতা ও সততার স্বীকৃতি স্বরূপ কর্মকর্তা বিশেষ সম্মান সূচক বিসিজিএম পদকে ভূষিত হন।

ব্যক্তিগত জীবনে তিনি মিসেস রোজিনা পারভীনের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ এবং এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার গত ২মে ২০২৪ বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুরে কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন।